পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তবিংশ সৰ্গ । Sb'} গীত। আমি ন চাহি অন্য ধন | • হইয়ে স্ত্রীরামধনে ধনী যেন যায় জীবন। পাইলে সামান্য ধন, ভুলিব সে নিত্যধন, অহঙ্কারে সদা মন, হুইবে মগন । অহল্যা পাষাণী ছিল, পরশে মানবী হল, যে পদ পরশে কাঠতরী হইল কাঞ্চন । কহে দেবী সৌদামিনী, দিয়ে সেই পদ দুখানি, তার মোরে রঘুমণি, এই চির অকিঞ্চন । maastamenjamistingut সম্পূর্ণ।