পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম-ষষ্ঠ সর্গ। t? অথ হরিমিত্রের প্রসঙ্গ । পয়ার | ১ _াজার রাজে্যুতে ইরিমিত্র জির, শীতোষ্ণ-সহিষ্ণু হরিভক্ত গুণাকর। নদীতীরে বিষ্ণুমূর্তি করিয়া স্থাপন, ধূপ ধূনা দধি দুগ্ধ করি আয়োজন। ভক্তিভাবে শ্রীহরিকে পূজিয়া ধীমান, রাগরঙ্গে তালে মানে হরিগুণ গান । হরিনাম গান শুনি রাজদূতগণ, ব্রাহ্মণে লইয়া যায় নৃপতি সদন। • আমূল বৃত্তান্ত দূত রাজাকে জানায়, • শুনিয়া গানের কথা ক্রুদ্ধ নররায় । বিবিধ ভৎসনা করি হরিদ্বিজবরে, সর্ব্বস্ব হরণ করি তাড়াইল দূরে। হরির স্থাপিত সেই ঐহরি-মুরভি, মা দেখিল মেত্রে রাজ হয়ে ক্রুদ্ধমতি। বহুকাল পরে রাজা কালপ্রাপ্ত হন, জীবনান্তে পেচক হইল সে রাজন। বহু স্থান ভ্রমণ করিয়া অতঃপর, নাহি পান খাদ্য কিছু ক্ষুধায়কতুর। অধৈর্য্য হইয়া যমে কহিল তখন, হইতেছে ক্ষধাতে জীবন জালাতন ।