পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৬ অদ্ভুত-রামায়ণ। ঐরামাদি চারিজনে কর হে চেতন, তোমার প্রসাদে করি অযোধ্যা গমন । সীতাবাক্যে হনৃপ্রতি কহিলা শঙ্কর, পর্ব্বত চাপন খুলি ফেল কপিবর। । আজ্ঞামাত্রে হনু ফেলিলেন গিরিগণ, কর বুলাইয়া হর করান চেতন । চৈতন্য পাইয়া রাম আদি চারি জন, মার মার শব্দ করি উঠেন তখন। সৌদামিনী কহে রক্ষ রাজীবলোচন, হুইল চব্বিশ সর্গ সংক্ষেপে লিখন । ইতি অদ্ভুতকাও রামায়ণে বাল্মীকিকৃত মহাদেব কর্তৃক ধরণীরক্ষণ । স্ত্রীরামাদির চৈতন্যপ্রাপ্তি নামক চতুর্ব্বিংশতিতমসর্গ সমাপ্ত । পয়ার | চৈতন্য পাইয়। রাম আদি চারিজন, দেখিলেন সৈন্য সহ রাবণ নিধন। কহিলেন নিশাচরে করিলাম বধ, অযোধ্যায় চল সবে ঘুচিল আপদ ।