পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ সর্গ। , २७१ তোমাদেব দেখি দয়া হৈল মম মনে। না বধিব যাও সবে নিজ নিকেতনে ॥ রত্ব,ধন যদি কিছু থাকে প্রয়োজন । যাহা ইচ্ছা চাহ আসি করিব অপর্ণ। এতগুনি ক্রোধভরে কহেন লক্ষণ । ’ আসিয়াছি যুদ্ধে নহি ভিক্ষুক ব্রাহ্মণ । মহারাজ দশরথ জম্বুদ্বীপপতি । চারি পুত্র তার মোরা জ্যেষ্ঠ রঘুপতি। লঙ্কায় বধিলা রাম রাবণাদি বীর। তোমাকে বধিয়া অদ্য হইব সুস্থির ॥ ভয়ে স্তব করি দিতে চাহ বহু ধন। তোমাকে বধিয়া তুষ্ট করিব ভুবন ॥ শীঘ্র যুদ্ধ দেহ ওরে দুষ্ট দুরাচার। এত বলি রাম দিলা ধনুকে টঙ্কার। এত গালি শুনি বীর সহস্র আনন। নাহি করে ক্রোধ ঘসে বিকাশ দশন । কহে দশরথ রাজা পুণ্যবানু অতি। বৃদ্ধকালে পেয়েছিল চারিটা সন্ততি। অতি ক্ষুদ্র রাজা কিন্তু ছিল ধৰ্মজ্ঞান। নারীবাক্যে পুত্র ত্যজি ছাড়ে নিজ প্রাণ ॥ তার বংশনাশে মম ইচ্ছা নাহি হয় । অতএব যাও সবে আপন আলয় |