পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চাংশ সৰ্গ । এত শুনি ধরামুতা নীরিলা সহিতে | ঐরামে সহস্যমুখে লাগিলা কহিতে । কেমনে বধিলে তারে রাজীবলোচন | চারিজনে করেছিল গিরি আচ্ছাদন । থাকি গিরি আচ্ছাদনে অহে রঘুমণি । ’ কেমনে রাবণে বিনাশিলে কহ শুনি । শুনি ঐরামের মুখে নাহি সরে বাণী । অতঃপর কহিলেন জনকনন্দিনী । আমি বধিয়াছি সেই দুষ্ট নিশাচর। এত শুনি বিস্ময়ে জিজ্ঞাসে রঘুবর। নবনীতাধিক তব কোমল শরীর | ' কেমনে বিনাশ ভুমি করিলে সে বীর । কখন না জান যুদ্ধ তুমি কুলুনারী । কেমনে বধিলে তারে হয়ে অস্ত্রধারী। তোমার বচনে মম প্রত্যয় না হয়। প্রত্যক্ষ দেখিলে তবে ট্রয় হে প্রত্যয়। শুনিয়া হন্থর প্রতি চাহিলা জানকী । ইঙ্গিত করিল বীর হইয়া কৌতুকী। যে জন না জানে মাতা জানাও তাহায় । । রামায়ণ গীত দেবী সৌদামিনী গাঁয়। puutumuntainerasaham ১৬৯