পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ সর্গ। So S আমার পূজার হেতু হয়ে ভক্তিবানু, . ফল জল পুষ্প আদি যেবা করে দান। সে আমার প্রিয় ভক্ত কভু মহে আন, ভক্তিতেই মুক্তি ইহা বেদের বিধান। সৌদামিনী করযোড়ে সদা ভিক্ষ চায়, অন্তিমে চরণপ্রান্তে রেখ এ দীনায় | ত্রিপদী | স্বাক্ট স্থাপনের পূর্ব্বে, স্বজিয়া হিরণ্যগর্ভে, লোকহিতে করি বেদাপর্ণ । যোগিদের গুরু আমি, সকলের অন্তর্যামি, আত্মীয় আমার ভক্তগণ । বেদনিন্দুকের বৈরী, যোগির মোচনকারী, সংহারক এ তিন সংসার । {} স্বজন পালন আদি, মম গুণ তিন বিধি, জানিবে হে পবনকুমার । সংসারের আদিময়, কিন্তু সাংসারিক নয়, লোকমোহে আমি মায়াধারী। সে মায়া-শক্তি আমার, ব্যাপিয়াছে ত্রিসংসার, আমি ভক্ত হৃদি মায়াধারী। সর্ব্বশক্তি প্রবর্ত্তক, সর্ব্বশক্তিনিবাক, মোক্ষমূল আমি সর্ব্বীধার।