পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উনবিংশ-সর্গ। অথ রাবণের সৈন্যগণের সংক্ষেপে নামবর্ণন। পয়ার | বাল্মীকি কহিলা শুন অহে শিষ্যবর । ংক্ষেপে বর্ণিব নাম তোমার গোচর । কোটাশ মানসপূর্ণ শাল প্রকালন । কক্ষক কপাল কাল বেগসন্তাপন । শশবেগ সুলোমা আর যে মহাহন্ত । বিহঙ্গ শরভ মোদ প্রমোদক ভানু। কোনশ পাগুর শক্র কৃশ যে হরিণ। নীচমুখ কুঠারক পেচক প্রবীণ। পূর্ণাঙ্গদ পূর্ণমুখ প্রভাস মুকুলি। এরক কওর রেণী বেণী মহাবলী । বাহ শস্থবেগ ধূর্ত পোত পপাতক। শঙ্কুকর্ণ অর্থাহর সমর যাচক। অব্যয় মানস কামচর রক্তদন্ত । রূপণ কুলপ কমঠক সু-অনন্ত। বেগবান পাবক পিঙ্গল মণিকন্দ। নিকুম্ভ কুমুদ পদ্ম নন্দক আনন্দ।