পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঞ্চপদশ সগ । Σ ΣΥΦ ওহে বিশ্বরূপ,জ্যোতিঃ স্বরূপ অচল, সদা মুক্ত একমাত্র তুমিই কিবল । এই বিশ্ব সংসার পালনে সদ্য রত, অন্তে তোমাতেই লীন চরাচর যত। স্মরণে আগত আমি করিহে প্রাম, দেহী ভক্তি রঘুপতি পূর্ণ কর কাম। প্রকৃতি পরাণ মহানৃ হরি ইন্দ্র যম, ঈশ্বরাদি দিকৃপাল সূর্য্য অগ্নি সোম। বায়ু আদি তুমি সর্ব্বভূতে অধিষ্ঠান, বেদের বচন ইহা কহেন বিদ্বাৰু। বিশ্বের আশ্রয় স্থান তুমি অবিনাশি, সকলের জ্ঞেয় জ্ঞানবানু জ্ঞান রাশি। সনাতন ধর্মের রক্ষক তুমি হও, অবিনাশী নিত্যময় সর্ব্ব স্থানে রও । তুমি বিষ্ণু তুমি রুদ্র তুমি আদিময়, চরমেতে তোমা ভিন্ন কিছু নাহি রয়। • দিবাকর সম তেজ তমোগুণাতীত, অনন্ত বিনাশ হীন চিদাশ্রয় স্থিত । সর্ব্বব্যাপী আদিময় সকল কারণ, তুমি সর্ব্বময়-বিভু পণ্ডিত বচন। যার মধ্যে চরাচর হয় প্রকাশিত, অব্যয় নির্মল বিনি বেদেতে বিদিত।