পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ সর্গ। ఫిపి আমা ভিন্ন ত্রিজগত অনিত্য সকল, মম মায়াচক্রে ঘুরে ব্রহ্মাণ্ডমণ্ডল। কালের প্রেরণকর্তা একমাত্র আমি, মম অগ্রে কাল সর্ব্ব কামে হন কামি। জীরাম কহেন শুন পবনতনয়, ' বেদের বচন ইহা জানিবে নিশ্চয় । । সৌদামিনী কহে রাম দয়ার আধার, দয়া করি তনয়ারে ভবে কর পার । ইতি অদ্ভুতকাও রামায়ণে বাল্মীকিকৃত ব্রহ্মমাহাত্ম্য বর্ণন নামক দ্বাদশ সর্গ সমাপ্তঃ । ত্রয়োদশ-সর্গ। so অথ ভক্তিযোগ কথন । to 馨 পয়ার | মনোযোগে শুন বৎস অপূর্ব্ব কথন, যাহাতে বিমুক্ত জীব এ ভববন্ধন। যাগ যজ্ঞ দান তপে ন হই বাধিত, ভক্তিতে ভক্তের স্থানে সর্ব্বদা বিক্রীত । প্রলয়ে বিলয় প্রাপ্ত ব্রহ্মাণ্ড সকল, আমি মাত্র এক থাকি জানিবে কেবল ।