জীবনী কোষ/ভারতীয়-ঐতিহাসিক/কঙ্কুল

উইকিসংকলন থেকে


কঙ্কুল—দিল্লীর সম্রাট আলাউদ্দিন খিলিজী কর্ত্তৃক অশির নগর আক্রান্ত, বিধ্বস্ত এবং তত্রত্য চোহানরাজ রাওচাঁদ হত হইলে সাৰ্দ্ধদ্বিবর্ষ বয়স্ক পুত্র রণসিংহকে লইয়া রাজমহিষী স্বীয় ভ্রাতা চিতোরের রাণার আশ্রয়ে চলিয়া যান। রণসিংহ প্রাপ্তবয়স্ক হইয়া দুঙ্গা নামক ভীল সর্দ্দারকে পরাস্ত করিয়া ভিনসহর অধিকার করেন। এই রণসিংহের পুত্র কলূন ও কঙ্কুল। কলুন মধ্যভারতবর্ষের পথর নামক উন্নত ভূভাগ, মীনদিগকে পরাস্ত করিয়া অধিকার করেন এবং নববিজিত রাজ্যের দশমাংশ কনিষ্ঠ কঙ্কুলকে প্রদান করেন। বলা বাহুল্য, ভিন সহরও তাঁহার অধিকারে ছিল। এই কঙ্কুলজী হইতেই ক্রোরিয়া ভাটগণের উদ্ভব হইয়াছে।