পাতা:আর্য্যদর্শন - দ্বিতীয় খণ্ড.pdf/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

== \වළු8 ভার্য্যদর্শন ।

مسيباس=======

তাহারা সকলেই ম্যাটু সিনির সহিত পবিত্রতম বন্ধুত্বসম্বন্ধে সমৃদ্ধ হইলেন। এই সম্বন্ধ-লক্ষ্যের একতা, সুখ দুঃখের সহভাগিস্তা, বিদেশে সহবাস প্রভৃতি কারণে ক্রমেই ঘনীভূত হইতে লাগিল । র্তাহারা এক্ষণে পরস্পর যে শৃঙ্খলে সংবদ্ধ হইলেন, মৃত্যু ব্যতীত আর কিছুতেই সে শৃঙ্খল ভেদ করিতে সমর্থ হয় নাই। ম্যাট সিনি "নব্য ইতালী”নামক তদীয় অতীপ্তিাত সভার নিয়মাবলী প্রস্তুত করিলেন ; এবং জেনোয়াস্থিত তদীয় বন্ধুবর্গের নিকট নিজ অভিপ্রায় ব্যক্ত করিয়া পাঠাইলেন। ইত্যবসরে, সেই বৎসরের এপ্রিল মাসে কালে ফেলিসের মৃত্যু হওয়ায়,১৮২১ খৃষ্টাব্দের কার্ব্বোনারো, ষড়যন্ত্রী-চারলস অ্যাল বার্ট সাডিনিয়ার সিংহাসনে আরোহণ করিলেন। চারলসের সিংহাসনাধিরোহণে অনেক দুর্ব্বলপ্রকৃতি লোকের মনে প্রবল আশা জন্মিল যে ষড়যন্ত্রী রাজকুমার রাজসিংহাসনে আসীন হইয়া এক্ষণে অবশ্যই স্বাভিপ্রেত সকল জানিত ন যে তাহাদিগের রাজকুমার কখন কোন হৃদ গত শুভকর ভাবের উন্মাদকরী উত্তেজনায় সঞ্চালিত হন নাই—দুৰ্দ্ধমনীয় দুরাকাঙ্ক্ষা বৃত্তির অনুসরণই তাহার সমস্ত কার্য্যের লক্ষ্য ছিল। তাহারা জানিত না যে তাহাদিগের রাজ কুমুং ফুৎকালে কার্ব্বোনারো ষড়যন্ত্রে নিলিপ্ত ছিলেন, তখন তাহার হারাইবার কিছুই ছিল না ; কিন্তু এক্ষণে তিনি "Ψήκα কার্য্যে পরিণত করিবেন । কিন্তু তাহারা একটী ক্ষুদ্র রাজ্যের অধীশ্বর ; সুতরাং ষড়যন্ত্রে কৃতকার্য না হইলে তিনি জুনিশ্চিত মহত্তর সিংহাসনের জন্য নিশ্চিত ক্ষুদ্রতর সিংহাসন হারাইবেন। এরূপ বীরোচিত , সাহসিকতায় প্রবৃত্ত হওয় র্তাহার ন্যা"দ্রচেতা: ব্যক্তির কার্য্য मा,झु | চালর্স অ্যালবাট —কাবের্ণন্যারো ঘড় যন্ত্রী—সডিনিয়ার বর্তমান অধীশ্বর – ইতালীর উদ্ধারব্রতে অবশ্যই ব্রতী হইবেন এই ভ্রান্ত বিশ্বাস ইতালীর অধিকাংশ অধিবাসীর চিন্তু অধিকার করিয়াছিল। এই অন্ধ বিশ্বাসের বশবর্ত্তী হইয়া ম্যাসিনির ইতালীস্থ বন্ধুবান্ধবের সকলেই বলিয়া পাঠাইলেন—যে তাহার সঙ্কল্প উৎকৃষ্ট হইলেও এক্ষণে অনাবশ্যক ও অসাময়িক ; যে যতদিন না সার্ডিনিয়ার নূতন রাজা তাহাদিগের চিরললিত আশালতার উন্মুলন করিতেছেন, ততদিন তাহারা কেহই এ ব্যাপারে যোগ দিতে পারিতেছেন না । ম্যাট সিনি এ উত্তরে হতাশ্বাস হইলেন না। তিনি ; বুঝিলেন যে যতদিন না তাহারা সেই মুগ্ধ আশ্বাসে বঞ্চিত হইবেন ততদিন তাহাকে তাহাদিগের সহকারিতার বঞ্চিত থাকিতে হইবে। কিন্তু তিনি জানিতেন তাহাদিগকে সেই মুগ্ধ ,আশ্বাসে বঞ্চিত করিতে অধিক আয়োজুনের প্রয়োজন হইবে না ; সংবাদ পঞ্জু যোগে চালর্স আলবার্টকে একখানি পত্র লিখিলেই তাহার সমস্ত অভিপ্রায় ব্যক্ত হইয়া পড়িবে | কার্ত্তিক ১২৮২T | | تعد