পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) দ্বিতীয় খণ্ড.pdf/৬১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&$8 রবীন্দ্র-রচনাবলী যদি বারেকের মতো তাহার বৈকালিক নিদ্রা ত্যাগ করিতে সম্মত হন, তবে মধ্যাহভোজনের পর ঐ কাহিনী সবিশেষ বিবৃত করিয়া সমাগত ব্যক্তিবৃন্দকে তুষ্ট করিবার জন্য ঐ পীড মণ্ট বাসী তাহাকে অনুরোধ করিবেন। Σ & Φ. সকলেই রাজী হইলেন এবং যুবক সেনাপতি ঐ প্রস্তাব করিবার জন্য সত্বর বাহিনীর পশ্চাদভাগে গেলেন। ইত্যবসরে ঐ অশ্ববাহিনী পৰ্ব্বতশ্রেণীর মধ্য দিয়া দ্রুতবেগে চলিতে লাগিল। সেখানকার দৃশু বিচিত্র ও সুন্দর এবং চারি দিকের ধ্বনি, সেগুলিও কী মনোহর | বহুদূরে একটি গ্রাম্য গির্জার ঘণ্টা আপনার শ্রুতিমধুর শব্দ প্রেরণ করিতেছে ও তাহ নিৰ্ম্মল ও মুখম্পর্শ বায়ুর মধ্য দিয়া ধ্বনিত ও প্রতিধ্বনিত হইতেছে। তাহা ছাড়া মেষদলের গল-ঘণ্টার ঝঙ্কার, মেষ ও ছাগের ডাক, কুকুরের চীংকার, মেষপালকের একঘেয়ে বঁাশীর মুর এবং মধ্যে মধ্যে কৃষকের সঙ্গীত ; তাহার উপরে পার্থীর গানও ছিল—কারণ ইটালীতে পার্থী দুর্লভ হইলেও এখানে যথেষ্ট পরিমাণেই আছে এবং ঐ যে পৰ্ব্বতচূড়ার দিকে উড়িয়া যাইতেছে, উহ একটি ঈগলপক্ষী নয় কি ? Ꮌ ?ᎣᏬ মেষপালকদিগের "Stazzu৪” নামক যে এক প্রকার আডড আছে, তাহারই একটিতে এখন এই দলটি আসিয়া পৌছিল এবং সকলকে থামিবার জন্য সঙ্কেত করা হইল। একটি গিরি-নিঝরিণীর পাশ্বে বৃক্ষতলে আহার্য্য প্রস্তুত করা হইবে । Padre Antonio-কে পীড়মণ্ট বাসী পরিচিত করাইয়া দিলেন ; পাদ্রি একজনের পর একজনকে গভীরভাবে নত হইয়া নমস্কার করিতে লাগিলেন । সম্মানসূচক আসন বলিয়া একটি শায়িতপ্রায় বৃক্ষকাণ্ডের উপরে পুরোহিত মহাশয়কে অধিষ্ঠিত করা হইল। পুরোহিত সার্ডিনিয়ার গ্রাম্যপুরোহিতের একটি খাটি নমুনা, তিনি খৰ্ব্বকায় ও র্তাহার আচারব্যবহার সসঙ্কোচ । ত্রিশ এবং ষাট বৎসরের মধ্যে যে কোনো একটি বৎসর তাহার বয়স হইতে পারে। তিনি এখন বেশ স্বাচ্ছদ্য অনুভব করিতেছেন এবং গল্প বলিতে প্রস্তুত হইয়াছেন ; কিন্তু সকলে বিস্মিত হইয়া দেখিল যে, তিনি সার্ড ভাষায় কথা বলিলেন না, ইটালীর ভাষাতেও নহে, কিন্তু অতি স্থবোধ্য ফরাসী ভাষাতেই ।