পাতা:অমরনাথ (কৃষ্ণচন্দ্র রায় চৌধুরী).pdf/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રીઝોના অমরনাথ । হর। ( কাগজ লইয়া ডিপুটি মেজেষ্টরের হস্তে প্রদান ) এই দেখুন । মহাশয় | - x ডিপু। এই তে আপনি লিখে দিয়েছেন, যাবজ্জীবন রাখবেন ? শ্যাম । ভাল তাই যেন হল । তা ও ভদ্রলোকের মেয়ে হয়ে অমর নাথ বাবুর নামে দারোগার কাছে গে এজহার দিলে কেমন কোরে ? ডিপু। ই, এ কথা বোল্‌তে পার বটে। আপনার কি উত্তর করেন ? হর । এর তো বোল্‌ছেন আমরা এর কিছুই জানিনে । ডিপু। দারোগ সাহেব কি বল ? এই স্ত্রীলোক থানায় এসে এজহার लJां झ कि न! ? দারোগা । হুজুর, আমি তা তো দেখিনি, ডুলি কোরে একটি মেয়ে লোক এসে এই কথা বলে । ডিপু । যাই হোক, এ তো আমাদের বিচার করবার কথা নয়। তা চল আমরা যাই । অমরনাথ বাবু! তবে আপনি দুর্নাম হতে মুক্ত হলেন তfর আর সন্দেহ নাই, কিন্তু দুঃখের বিষয় এই যে এত বড় পদটা, আমাদের দেশের সৌভাগ্য, সেটি গেল। আপনি এক প্রকার বসন্তের রোগী— রোগ নিরাময় হয়ে প্রাণ রক্ষা হল বটে, কিন্তু এমন যে দেবতুল্য শ্রী, এটি একেবারে গেল । . অমর। মহাশয়! শ্রী অপেক্ষ প্রাণ অনেক বড়। বিশেষতঃ স্ত্রী কিছু ब्रि কালের নয়, রোগে না ষাক বয়সে যাবে। তবে আপনি যা বেলেছেন যে, দেশের শ্লাঘার বিষয়, তা বটে, কিন্তু আমার নিজের তাদৃক দুঃখ হয় নি। আমার অর্থ উপার্জন যথেষ্ট হয়েছে। আর উপার্জনেতেই রত থাকলে উপার্জনের প্রয়োজন মনে থাকে না । চিরকাল পোষাক প্রস্তুত কোর্তে থাকব, পরিধানের কথা ভুলে যাব, সেটা তো উচিত না । তা আমার যে বিষয় হয়েছে, তাতেই আমার প্রয়োজন নির্ব্বাহ হবে।