পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মস্তব্যগুলি উদ্ধৃত করেন ও পরিশেষে লঘুভাবে মন্তব্য করে লেখেন যে রবীন্দ্রনাথের পরার্থবাদের (altruism) বাণী যুরোপের উপযুক্ত নয়। রবীন্দ্রনাথ এ স্থলে এই লেখাটির কথাই উল্লেখ করেন । প্রসঙ্গত উল্লেখযোগ্য, ইতালীয়রা রবীন্দ্রনাথকে অশ্রদ্ধার দৃষ্টিতে দেখেছেন বলে যে ধারণা স্বধীন্দ্র বস্থর লেখা থেকে প্রতিপন্ন হয় তাকে খণ্ডন করে "Forward’ পত্রিকায় ২৫।৭২৫ তারিখে স্বধীরকুমার পাহিড়ীর একটি প্রতিবাদ "Rabindranath Tagore in Italy’ aqs Modern Review offiots of >>34-3 wt-if: 5Gieff:{Jft: zfeath “Rabindranath Tagore and Italy’ প্রকাশিত হয়েছিল । পত্র ৮• । ‘আমার পত্র'—সম্ভবত ‘ফ্যাসীবাদ ও মুসোলিনী' সম্পর্কে ভিয়েনা থেকে ২• জুলাই ১৯২৬ এ এও জকে লিখিত পত্র— ঐ ৭৯ সংখ্যক পত্রের পরিচয় । পত্র ৮৩ ৷ নটীর পূজার অভিনয়’—এই বৎসর মাঘোৎসবের পর ১৪, ১৫, ও ১৭ই মাঘ রবীন্দ্রনাথের প্রযোজনায় জোড়াসাকোতে নটীর পূজা’ নাটিকাট অভিনীত হয়। কবি স্বয়ং উপালির ভূমিকায় অভিনয় করেন। উপালির ভূমিকা এবারেই প্রথম সংযোজিত হয়। প্রথম অভিনয়ে এটি ছিল না। নটীর পূজা'র প্রথম অভিনয় হয় শাস্তিনিকেতনে কবির জন্মোৎসব (১৩০৩) উপলক্ষে । পত্র ৮৪ । জাভা ও বালী ভ্রমণের জন্ত ঘনশ্যামদাস বিড়লা দশহাজার এবং নারায়ণদাস বিজরিয়া এক হাজার টাকা দিয়েfocosa úlal Ifa I &: Visva-Bharati Annual Report And Audited Accounts 1927, pp. 41. 8リや