পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) দ্বিতীয় খণ্ড.pdf/৬৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সহজ পাঠ to a కాల్డెల(ఆrతో বিনিপিসি, বামি আর দিদি ঐ দিকে আছে। ঐ যে তিন জনে ঘাটে যায়। বামি ঐ ঘটি নিয়ে যায়। সে মাটি নিয়ে নিজে ঘটি মাজে । রানীদিদি যায় না। রানীদিদি ঘরে । তার যে তিন দিন কাশি । তার কাছে আছে মা, মাসি আর কিনি । চলো ভাই নীলু। এই তালবন দিয়ে পথ। তার পরে তিলখেত । তার পরে তিসিখেত। তার পরে দিঘি। জল খুব নীল । ধারে ধারে কাদা । জলে আলো ঝিলিমিলি করে । বক মিটি মিটি চায় আর মাছ ধরে । ঐ যে বামি ঘটি নিয়ে বাড়ি ফিরে যায়। ভাই, ঘড়ি আছে কি । দেখি । ছ’টা যে বাজে, আর দেরি নয়। এইবার আমি বাড়ি যাই । তুমি এসো পিছে পিছে। পাখি খাবে, দেখো এসে । এ কী পাখি । এ যে টিয়ে পাখি । ও পাখি কি কিছু কথা বলে । কী কথা বলে । ও বলে রাম রাম হরি হরি। ও কী থায় । ও খায় দানা । রানীদিদি ওর বাটি ভরে আনে দানা। বুড়ি দাসী আনে জল । পাখি কি ওড়ে । না, পাখি ওড়ে না, ওর পায়ে বেড়ি । ও আগে ছিল বনে । বনে নদী ছিল, ও নিজে গিয়ে জল থেত । দীচু এই পাখি পোষে ।

  • >==#==

ছায়ার ঘোমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি । দিঘি তার মাঝখানটিতে, তালবন তারি চারিভিতে । বাকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে । বঁাশগাছ ঝুকে ঝুকে পড়ে, ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে । পথের ধারেতে একখানে হরিমুদী বসেছে দোকানে । ግw