পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) দ্বিতীয় খণ্ড.pdf/৬৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সহজ গাঠ দ্বিতীয় ভাগ ~ম পাউচ বাদল করেছে। মেঘের রং ঘন নীল । ঢং ঢং ক’রে ৯টা বাজল । বংশু ছাতা মাথায় কোথায় যাবে। ও যাবে সংসারবাবুর বাসায় । সেখানে কংস-বধের অভিনয় হবে । আজ মহারাজ হংসরাজসিংহ আসবেন । কংস-বধ অভিনয় তাকে দেখাবে। বাংলাদেশে তার বাড়ি নয়। তিনি পাংশুপুরের রাজা । সংসারবাবু তারি সংসারে কাজ করেন। কাংলা, তুই বুঝি সংসারবাবুর বাসায় চলেছিস ? সেখানে কংস-বধে সং সাজতে হবে। কাংলা, তোর ঝুড়িতে কী। ঝুড়িতে আছে পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। সংসারবাবুর মা চেয়েছেন। அடிக-கம் ੨ੇ –ੱਚੋ। আজ আদ্যনাথবাবুর কন্যার বিয়ে—র্তার এই শল্যপুরের বাড়িতে। কন্যার নাম শু্যামা । বরের নাম বৈদ্যনাথ । বরের বাড়ি অহল্যাপাড়ায় । তিনি আর র্তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। তার এক ভাই ধৌম্যনাথ কলেজে পড়ে আর রম্যনাথ ইস্কুলে। আদ্যনাথ বড়ো ভালো লোক। দান-ধ্যান পুণ্য কাজে তার মন । দেশের জন্য অনেক কাজ করেন। সবাই বলে, তিনি ধন্য । আদ্যনাথবাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্ব