পাতা:রবীন্দ্র-রচনাবলী (অচলিত) দ্বিতীয় খণ্ড.pdf/৬৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২৮ রবীন্দ্র-রচনাবলী অবশ্ব যাব। এখানে এসে দেখি, আঙিনায় বাষ্ঠ বাজছে । চাষীরা এ বৎসর ভাল শস্ত পেয়েছে। তাই তারা ভিড় ক’রে এসেছে। ভিতরে ঢুকি—সাধা কল । অগত্যা বাইরে বসে আছি। দেখছি, ছেলেরা খুশী হয়ে নৃত্য করছে। কেউ হ্য ব্যাটবল খেলছে । নিত্যশরণ ওদের ক্যাপটেন । அகற হাট কুমোর-পাড়ার গোরুর গাড়ি— বোঝাই-করা কলসি হাড়ি । গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে-যে যায় ভাগ্নে মদন । হাট বসেছে শুক্রবারে বক্সীগঞ্জে পদ্মাপারে । জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে । উচ্ছে বেগুন পটল মুলো বেতের বোনা ধামা কুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নক্সাকাটা । ঝণঝরি কড়া বেড়ি হাত, শহর থেকে সস্তা ছাতা । কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে । খড়ের আঁটি নৌকো বেয়ে আনল যত চাষীর মেয়ে । অন্ধ কানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে ।