পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্ভবত ১৩১৮ সালে প্রকাশিত হয়েছিল। ১৩১৮র ‘প্রবাসী বিজ্ঞাপনী'তে গ্রন্থটির বিজ্ঞপ্তি এইরূপে পাওয়া যায় : আরব্যোপন্যাস ( সচিত্র ) ১॥• ক্রযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায়, এম, এ, সম্পাদিত । অশ্লীল অংশ পরিবর্জিত । বালক বালিকাগণের পাঠোপযোগী করিয়া প্রকাশিত। উপহার দিবার সম্পূর্ণ উপযুক্ত । পত্র ২ । শিল্পী দেবীপ্রসাদ রায় চৌধুরীর চিত্রকলা সম্পর্কে কবির অভিমত ব্যক্ত হয়েছে। এ বিষয়ে দ্রষ্টব্য ক্ষণিকা, ( দেবীপ্রসাদ রায়চৌধুরী সংখ্যা ) ৬ষ্ঠ সংখ্যা ১৩৮০ । পত্র ৩ । এই পত্রে উল্লিখিত বিষয় সম্পর্কে দ্রষ্টব্য ১৩০ লংখ্যক পত্রের পরিচয় । কেদারনাথ চট্টোপাধ্যায়কে লিখিত পত্রের প্রসঙ্গ পত্র ১ । এই পত্র-কবিতাটি ১৯৪২ সালে কবির পারস্ত ভ্রমণকালে তার জন্মদিনে ৬ মে রচিত হয়। রচনাকাল ২৫ বৈশাখ ১৩৩৯ এর পরিবতে ভ্রমক্রমে ১৩৩২' লিখিত হয়েছে। এটি ঈষৎ সংশোধিতরূপে পরিশেষ ( ভাত্র ১৩৩৯ ) কাব্যগ্রন্থের অন্তভুক্ত হয়েছে। পত্র ২ । "ছবিগুলোর-হবে।’ এই প্রসঙ্গে দ্রষ্টব্য রামানন্দকে লেখা ১১৪ ও ১১৫ সংখ্যক পত্রের পরিচয় । প্রসঙ্গত উল্লেখ্য, রবীন্দ্রনাথ-অঙ্কিত চিত্রের প্রথম প্রদর্শনী হয় ২৫ ডিসেম্বর, ১৯৩১ ( ৯ পৌষ ১৩৩৮ ) সালে কলকাতা-টাউন হলে । ২০-২৯ ফেব্রুয়ারি ১৯৩২-এ গভঃ আটস্কুলে রবীন্দ্রনাথের অপর একটি চিত্র-প্রদর্শনী হয়। এই উপলক্ষে সেই সময়ে কুড়িটি চিত্র “Illustrated Catalogue"-a so on ●总>