পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তরে কবি প্রায় একঘণ্টব্যাপী বকৃত করেন । কবি-প্রদত্ত এই ভাষণ পরে “আকাঙ্ক’ নামে “শাস্তিনিকেতন’ পত্রিকার পেীৰ ১৩২৬-এ প্রকাশিত হয় । শ্রীহট্টে রবীন্দ্র সংবর্ধনার বিস্তৃত ৰিবরণের জন্য দ্রষ্টব্য স্বধীরেন্দ্রনারায়ণ সিংহ, শ্রীহট্টে রবীন্দ্রনাথ, কবি-প্ৰণাম (১৩৪৮) পরিশিষ্ট পৃ ১-৮। শ্ৰীহট্ট থেকে চাদপুর-গোয়ালদের পথে কবি ১ ডিসেম্বর কলকাতায় এবং তার পরদিন শাস্তিনিকেতনে এসে পৌছেন । পত্র ৯, ১ • । লণ্ডন থেকে জাহাজে রওনা হয়ে ১৯২০ সালের ২৮ অক্টোবর রাত্রে কবি নিউইয়র্ক পৌছেন । তিনি আমেরিকা ত্যাগ করেন ১৯ মার্চ ১৯২১-এ । এই সময়ে, কবির আমেরিকা অবস্থান কালে ৯ এবং ১ • সংখ্যক পত্র লিখিত । কবি হার্ভার্ডে বক্তৃতা করেন জtহয়ারি ১২ ও ১৩ তারিখে । ***f; food foot R&RFox ‘The Folk Poets of Bengal" dans "The Meeting of East and West ' > gąs > • Ralfą. পত্র স্পষ্টতই এই তারিখের পূর্বে লিখিত । প্রসঙ্গত উল্লেখযোগ্য এই সময়ে এণ্ড জের কাছে লিখিত এক পত্রে ১ কবি হার্ভার্ডের বকৃত সম্পর্কে জানিয়েছিলেন “I am going to read my lecture on the Poet's Religion to-night to the Wellesley College students. Tomorrow and the day after I have to read two more lectures in Emerson Hall, Harvard” sè ottag > Modern Review July 1922 p7 & Letters From Abroad ( 1924) p.59 Ço 98