পাতা:চিঠিপত্র (দ্বাদশ খণ্ড)-রবীন্দ্রনাথ ঠাকুর.pdf/৫৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Translated from Bengali by Sylvian Levi' info প্রকাশিত হয় । পত্র ১১। অগস্ট ১৯২০-তে রবীন্দ্রনাথ প্যারিসে এসে এখানকার NFt Tqritst Ftę gaz (Albert Kahn) “Autour du monde' নামক বাগানবাড়ীতে কিছুদিন বাস করেছিলেন । আমেরিকা থেকে ফিরে এবারেও তিনি এখানে উঠেছিলেন । সিলভ্য। লেভি এই সময়ে ষ্ট্রাসবুর্গে ছিলেন । -পত্র ১২ । দান্তের সপ্তম শতাব্দিক উৎসব ফ্লোরেন্সে সেপ্টেম্বর ১৯২১-এ অনুষ্ঠিত হয়েছিল। কবি এই সময়ে ‘শিশু ভোলানাথের কবিতা গুলি রচনায় ব্যাপৃত ছিলেন । পত্র ১৫ । শেষ পর্যন্ত এই সমাবর্তনে কবির যাওয়া হয়নি । পত্র ১৬। এই পত্রে উল্লিখিত রোমা। রোল্যাকে লিখিত (২১ ফেব্রুয়ারি শাস্তিনিকেতন) রবীন্দ্রনাথের চিঠি রোম্য রোল্যার 'Inde" গ্রন্থে (1960 Editions Albin Michael) aq: *rqtgħžnfig সান্তাল অতুবাদিত এই বইয়ের বাংলা তর্জমা ‘ভারতবর্ষে’ (র্যাডিক্যাল বুক ক্লাব ১৯৭৬, পৃ ৫১-৫৩ ) প্রকাশিত হয়েছে । চিঠিটিতে পিয়াসনের চরিত্ৰ-মহত্ত্ব আলোচিত হয়েছে । ‘সনেট’টি বৈশাখ ১৩৩১-এ “কল্পে'ল' পত্রিকায় প্রকাশিত এবং পরে পূরবী' গ্রন্থে সংকলিত হয় । পত্র ১৭। এইসময়ে হারুনামারু জাহাজে রচিত কবিতাগুলি পূরবী' গ্রন্থে সংকলিত হয়। কবি ফ্রান্সের শেরবুর্গ বন্দর থেকে পেরু যাত্রার পথে জাহাজে অস্বস্থ অবস্থায় বড়’ কবিতাটি রচনা 3 3दै