পাতা:অসমীয়া সাহিত্য.pdf/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীমন্ত শঙ্করদেব ও পরবতীগণ ළු දෑ মোটকথা সাহিত্যে, সংগীতে, দাশনিক বিচারে, সামাজিক উদারতায়, শঙ্করদেব, মাধবদেব, দামোদরদেব ও তাঁহাদের শিষ্য-সম্প্রদায়রা এক পলাবন আনিয়াছিলেন, সে কথা অস্বীকার করা যায় না। সমস্ত দিক দিয়া তাঁহারা আসামকে পুনগঠিত বিদগ্ধমাধবের অনুবাদ, সংগীতপারিজাত, ব্রজবলি ভাষায় বড়গাঁত, চারি অঙ্গ, ষড়রয়বের ব্যাখ্যা, একেশ্বরবাদ, নামকৗতন, ব্রাহমণশদ্র সব নিবিশেষে একত্র নামগান—তখনকার বিকৃত তন্ত্রাচারের বিরুদ্ধে শধে বিপ্লব আনিয়াছিল তাহা নয়, সমাজে একটা সসংহত দাশনিক মতবাদেরও সন্টি করিয়াছিল, সমাজে সকলের পথান স্বীকার করিয়া লইয়াছিল। যে কেউ ‘শরণ’ লইত তাহাকে শরণীয়া বলা হইত। অবশ্য তখনকার দিনে এইরুপ উদার মতবাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার জন্য লোকের অভাব ছিলনা। রাজসভাতেও শঙ্করদেব লাঞ্ছিত হন ও তিনি দেশত্যাগ করিয়া কোচ নাপতি নরনারায়ণের আশ্রয় গ্রহণ করেন। ভক্ত, সাধক, যুগ-আলোড়নকারী মহাপরাষ না হইয়াও শঙ্করদেব যদি শধেন সাহিত্যিক হইতেন, তাহা হইলেও তাঁহার নাম চিরস্মরণীয় হইয়া থাকিত। তাঁহার নানা নাটক, ব্রজবলির গীত, ভটিমা, ভাগবতের অনুবাদ অবিস্মরণীয় ভাবে তাঁহাকে কবিদের মধ্যেও শ্রেষ্ঠ আসন দান করে। অনবদ্য ভাব, ভাষা, পদলালিত্য, ছন্দ, রাগরাগিণীর যোজনা তাঁহাকে বিদ্যাপতি চণ্ডীদাস প্রভৃতি রসিক মহাজনদের সমপর্যায়ে ফেলে। সংস্কৃত কবি হিসাবেও তাঁর পথান অতি উচ্চে । কানাড়া, কেদারা, গোরি, বেলওয়াল, সহাই, শ্যাম, আশোবারি, গান্ধার, তালজেতিমান প্রভৃতি সর সংযোজন তাঁহাকে প্রসিদ্ধ সরকারও করিয়াছে। কালীয়দমন নাটকের ভটিমা, অন্যপ্রাস, ছন্দ ও বচনবিন্যাসে কবি জয়দেবকেই সমরণ করাইয়া দেয়— জয় জয় যদুকুল কমল প্রকাসক নাসক কংসক প্রাণ । জয় জয় জগতক ভকতক ভিতি নিতি কুর নিরজান ৷ জয় জগ নায়ক মুকুতিদায়ক সায়ক সারঙ্গধারী। দলেট অরিটিক মাটিক মোড়ন চোড়ন বন্ধ মনুরারী ॥ ধরা গোবধান বারণ বরিষণ ভেলি ইন্দ্রমদদর। ত্রিভুবন কম্পন - কালি সপক দপ কয়লি চুর ॥ “পত্নীপ্রসাদ নাটেও এই ভটিমা দেখি। ‘কেলিগোপাল’ নাটকে প্রথম রাধার নাম পাওয়া যায়—ব্রাধাং বিধায় হৃদয়ে তত্যাজ ব্রজঘোষিতঃ । এই রাধার কথা প্রক্ষিপত হইতে পারে। শ্রীযুক্ত কালীরাম মেধীর তাহাই মত। নাটকটি আরম্ভ হইয়াছে অতি চমৎকার রসপাণ একটি সংস্কৃত শেলাক দিয়া— শরৎশশাঙ্ককর কোমলাসন রীক্ষোন্দমণ্ডলমখন্ডমকুন্ঠ রোধো নিশাসন শশবং সহগোপিকাভিঃ । বন্দাবনে সকলবেণমবাদয়ং যঃ ॥ চকার কেলিং কলগীত নতৈাঃ সম্মোহনায় মধরং ব্রজসুন্দরীণাং স গোপমতি জয়তীহ কৃষ্ণঃ ॥ তং গোপবেশ মণিশং প্রণতোহসিম কৃষ্ণং ॥ আবার দেখি— এ সখি কতন কয়ালো হাম দুখ রখে চোর দেহ দহে কাম আঙ্গি আলিঙ্গন কোর।