পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সূচনা । মুচারু মুনার, বরণ নগর, এ দৃপ্ত ঘটনা যেখানে হয় ; বহু ধন মান, সন্ত্রাস্ত সমান, দুই ঘর ধনী ছিল সেথায়। দ্বেষ হিংস তরে, ছিল পরস্পরে, বহুদিন হ’তে মনোবিরাগ । সময়ে সময়ে, অস্থয়া উদয়ে, করেতে রঞ্জিত রুধির রাগ, অদৃষ্ট্রের বশে, দুই ঘরে শেষে, জনমিল দুই প্রণয়ী প্রাণী, সহিয়া কত না, প্রণয় যাতন, ম'রে ঘুচাইল কুলের গ্লানি। পিতৃ হৃদিতল-নিহিত-অনল, কতু না কিছুতে নিবিত যাহা, অপত্য-হনন-যজ্ঞ-সমাপন, নিধনে অপত্য, নিবিল তাহা । সেই ভয়ঙ্কর, ঈর্ষা-প্রাণীহর, সেই নিদারুণ এণয় কথা, দও দুই ধরি, এই মঞ্চোপরি, দেখাইব আজি, ঘটিল যথা । যদি দয়া করি, কর দরশন, করহ শ্রবণ অাদরে তাহ1; যতনে শোধন, করিব পশ্চাৎ, আজি মনোমত না হবে যাহা ।