পাতা:অসমীয়া সাহিত্য.pdf/২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্ববিদ্যাসংগ্রহ , » ve&vr ঐপ্রিয়রঞ্জন সেন ৯১. ওড়িয়া সাহিত্য ঐীসুধাংশুমোহন বন্দ্যোপাধ্যায় ৯২. অসমীয়া সাহিত্য ডক্টর অমূল্যচন্দ্র সেন ৯৩. জৈনধম। ডক্টর রুত্রে প্রকুমার পাল ৯৪. ভাই টামিন শ্রীসমীরণ চট্টোপাধ্যায় ৯৫. মনস্তত্ত্বের গোড়ার কথা শ্রীচিন্ত হরণ চক্রবর্তী ংলfর পালপার্বণ ومن هج বিষ্কার বহু বিস্তীর্ণ পারার সহিত শিক্ষিত-মনের যোগসাধন করিয়া দিবার জন্ম ইংরেজিতে বহু গ্রন্থমালা রচিত হইয়াছে ও হইতেছে । কিন্তু বাংলা ভাষায় এরকম বই বেশি নাই যাহার সাহায্যে অনায়াসে কেহ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিভাগের সহিত পরিচিত হস্ততে পারেন । লিশ্ববিদ্যাস” গ্রহ ও লোকশিক্ষা গ্রন্থমালা একাশ করিয়া বিশ্বভারতী যুগশিক্ষার সঠিত সাধারণমনের বোগসাধনের এই কতব্য পালনে ব্রতী হইয়াছেন । ১৩৫০-১৩৫৮ সালে বিশ্ববিদ্যাসংগ্রন্থের মোট ৯৬ খানি পুস্তক প্রকাশিত হইয়াছে । প্রতি গ্রন্থের মূল্য আট মান । পত্র লিখিলে পূর্ণ তালিকা প্রেরিত হক্টৰে । বিশ্ববিদ্যাসংগ্রষ্ঠের পরিপূরক লোকশিক্ষা গ্রন্থমালার পূর্ণ তালিকা ঘলাটের তৃতীয় পৃষ্ঠায় জষ্টব্য । পত্র লিখিলে বিস্তারিত বিবরণ প্রেরি গু হইবে ।