পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ ক । ক । রোমিও-জলিয়েত | [ তৃতীয় অঙ্ক সে কি কথা-চায়না তাকে, পারশ যদ্যপি বিবাহ করে উহাকে, ওরি ত সে শ্লাঘা । সৌভাগ্যের পরাকাষ্ঠী ওর ;-রূপগুণ । কি ওর এতো—যোগ্যপাত্রী হবে ও তার ? তবে কিনা এ ঘটনা কত যোগাযোগে আমরা ঘটিয়েচি তাই । আমাদের প্রতি कृउष्क्ल न झाग्न श्रां८ष्ट्री श्रमऊ उांश्ॉtङ ? না বাবা, ইহাতে কিছু শ্লাঘা ত দেখি না, ঘৃণা যায় হয়, তায় শ্লাঘ কি আবার ? কিন্তু ভালবেসে যারা ঘৃণার(ও) সামগ্ৰী দিতে চান্‌-কৃতজ্ঞ তাদের কাছে আমি । কি বল্লি, পাজী বেটী-ভগু কু-তার্কিক । “শ্লাঘা” নাই—“কৃতজ্ঞতা ?” বটে, আর “কৃতজ্ঞতাও" নয়। শো বলি আমি তোকে “শ্লাঘ, কৃতজ্ঞতা তোর” শিকেয় তুলে রাখ, প্রস্তুত হ’গে যা এখন, ভাল যদি চাস, ভাল মানুষের মত কথাটী না কয়ে ধীরে ধীরে বোস গিয়ে দানের আসনে । ন। যদি তা করবি, তবে হিঁচড়ে নিয়ে যাবে। দূর হ এ বাড়ী থেকে গুটুকি প্যাচামুখী। বাবা তোমার পায়ে ধরি, একটী কথা শোনে, একটু স্থির হও বাবা नि श् णंौछ्ळैौ-' বেরে আমার বাড়ী থেকে, নইলে এখনি