পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রোমিও-জুলিয়েত । প্রথম অঙ্ক হৃদয় উৎসের রক্তে প্রবাহ ছুটীয়ে নিবাইতে ক্ৰোধবহ্নি সদা তৃপ্ত যারা,-- শোন বলি—এ আজ্ঞা লজিলে রক্ষা নাই। আজ হ’তে তোদেরূ—ও রুধির রঞ্জিতअम्ल षड, হস্ত হ’তে ফেল নিক্ষেপিয়৷ দূরে ধরাতলবক্ষে —শো বলি আর এ অtঞ্জ লঙ্ঘনে দণ্ড যেবা । তিন বার এইরূপে মুখের কথায়—অশরীরী ভাষার সংযোগে—তোমাদের দু’জনার দলভুক্ত জনগণ হয়ে উত্তেজিত হরিলা এ নগরের শান্তিময় মুখ ;– রাজপথ জনাকীর্ণ প্রাচীন স্থবিরে, পরিহরি বয়োচিত বেশ পরিচ্ছদ, সাজি নিজ জীর্ণ প্রহরণে-জীর্ণ যথা নিজ দেহ-আসি দেখা দিলা যুদ্ধ-বেশে । রাজবত্ত্বে সেরূপে আবার অগ্রসর হও যদি পুনঃ কেহ কলহ বিবাদে ভাঙ্গিতে শাস্তির সুখ,-নিশ্চিত তা হ’লে হবে প্রাণদণ্ড তার ৷ এবার নির্ভয়ে করো সবে নিজ নিজ অালয়ে প্রস্থান । কপলত, এস তুমি আমার সহিত ; তুমিও মন্তাগো আজি অপরাহ্নে আসি হৈও উপস্থিত-শ্ৰম গুপে-ধৰ্ম্মাসনে আমাদের অধিষ্ঠান যেখা,-সেই খানে