পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Φb" রো। রোমিও-জুলিয়েত । [ দ্বিতীয় অঙ্ক পল্লব নিচয় প্রান্তে, রঞ্জতের টপ পরাইছে সাধ করে, ওঁরি নাম ধরি শপথ করিয়া বলি - না না, তা ক’রে না, ও শশী বিভিন্নরূপ ধরে মাসে মাসে, কলানিধি নাম তাই ও র— কি শপথ বলে তবে, করি তা এখন। किङ्कहें ना । কিম্ব যদি কর দিব্য-কর আপনার, আমার আরাধ্য দেব তুমিই সাকার ; তোমাতেই পূর্ণরূপে প্রতা আমার। ৮ স্কিন্ধৰ্বদদেয়া" থাক্ থাক, মনে দ্বিধ অকস্মাৎ হতেছে আমার । রজনীর এ ব্যাপারে মুখ নাহি পাই ; আচম্বিতে অকস্মাং মুহূৰ্ত্ত ভিতরে ঘটিতেছে এ ঘটনা, ভাবী না ভাবিয়া, দামিনীলহরী যথা চমকে আকাশে আলো দেখিবার আগে ফুরাইয়া যায় ! তাই মনে ভয় হয়, কি জানি কি ঘটে । श्१ांशश्च, श्वांश्tनि देिtिघ्र ८७ ५:द ; - আগামী গ্রীষ্মেতে এই প্রণয়-কলিকা । প্রস্ফুট কুষম হবে, তখন দু’জনে আবার হইবে দেখা-বিদায় এখন ।