পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় অঙ্ক-৫ম দৃশ্য। কপলতের উদ্যান । জুলিয়ার প্রবেশ। ন’টা বাজে ঘড়িতে তখন গেছে ধাই, এখনো ফেরেন। কেন ?—গ্যালো দিব্বি করি অৰ্দ্ধঘণ্টা না ফুরাতে ফিরিবে আবার । খুজে বুঝি পায় নাই, না, বুঝি তা নয়। বটে বটে, খোড়া যে সে, তাহাতে প্রাচীন, একি তার কাজ ! হবে মনোরথগতি প্রেমদূতী যারা, জিনি ক্ষিপ্র রবিকর শতগুণ আরো দ্রুতগতি যার সদ", যখন সে রবিকরে ছায়াদলে ঠেলি ফেলায় অচল পৃষ্ঠে --মনোভব নাম তাই ধরে ফুলধনু ! এবে স্থৰ্য্যরথ অতি উচ্চ ধরাধর শিখর উপরে, মধ্যাহ এখন দিনমানে হয় গত প্রহর অধিকও কাল—তবু না ফিরিল ! হায় । সে তাপিত যদি প্রণয়ের তাপে, কিম্ব নবযৌবনের উত্তপ্ত রুধির দেহেতে বহিত তার, তা হ’লে হইত