পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ8 ö রোমিও-জুলিয়েত চতুর্থ অঙ্ক ক-পত্নী । কাল নয়গো-পরশু কাল সবে বুধবার, কাল কি হ’তে পারে । ক । রেখে দেও ও কথা, ঢ়ের সময় আছে । সব দিক আমি দেখ’ব, এক করব সব । তুমি ঘরে বসে থেকে, একপাও ন’ড়োনা । যাও ধাই যাও, যা বলে, করোগে তাই । আঃ—তবু ঘুরে ফিরে, শেষ একগুয়েট ঠিক পথে দাড়িয়েছে এসে । কি মূৰ্ত্তিই হচ্চে প্রাণে ! বুক থেকে যেন কি একটা বোঝা নেমে গেল । (কপলত নিদ্ধান্ত । ) ৪র্থ অঙ্ক। —৩য় দৃশ্য। জুলিয়েতের কক্ষ । ( জুলিয়েত ও ধাত্রী । ) জু। ঝি মা, তবে এসে এখন ঢ়ের রাত হয়েছে ; বাছা গোছ এক রকম ত শেষ করা গেছে, এক্টু এখন শোও গে যাও, আবার খাটুনি আছে কাল সারা দিন, আমারও চোখ দুটো যেন জড়িয়ে আসচে ঘুমে।