পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮8 রোমিও-জুলিয়েত পঞ্চম অঙ্ক উপাখ্যান, এ বৃদ্ধবয়সে শ্বাসশক্তি নাহি, প্ৰভু –গতায়ু রোমিও অই, প্রভু, অই মৃত জুলিয়ের ধৰ্ম্মপরিণেতা। অই মৃত জুলিয়ে ও, রোমিও বনিতা । আমিই সে সংস্কার করি সমাধান । পরে তার, দ্বনযুদ্ধে রোমিওর হাতে তৈবলের মৃত্যু হয় ; অকাল মরণে যার, নববিবাহিত পতি নিৰ্ব্বাসিত হয় দেশান্তরে | রোমিওরু নিৰ্ব্বাসন জুলিয়ার অতি গাঢ় শোকের কারণ, নহে তৈবলের মৃত্যু ৷ কপালত, তুমি সেই শোক নিরসন বাসনায় ধরি বাক্‌দান করিলে পুনঃ দুহিত অৰ্পিতে বহুধনশালী পারশেরে । সে প্ৰতিজ্ঞ। পালন করিতে, ছিলে সচেষ্টত ভূমি বল নিয়োজনে । তাই সে দুহিতা তব উন্মত্তার দ্যায় আসি আমার নিকট বলিল, দ্বিতীয়বার বিবাহ তাহার নিবারিত যাতে হয়, করিতে উপায়, নহিলে, হইবে আত্মঘাতিনী তখনি । তখন উহাকে এক নিদ্রা-আকর্ষণী ঔষধ দিলাম আমি, ( বহু দরশনে অর্জিত আমার বাহ, ) ঔষধির গুণে মৃত্যুর লক্ষণ ব্যক্ত সৰ্ব্ব অবয়বে ;