পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

やど) (臀目 রে" | গো । রোমিও-জুলিয়েত ৷ [ ष्ट्रिजैौग्न अश्न করিয়াছি প্রতিঘাত, কিন্তু সদুপায় – ঠাকুর তোমার হাতে, নিস্তারো আমার ! ঘুণ। হিংসা নাহি চিত্তে ক্ষমিয়াছি তায় । শত্রুর ভালোর তরে করি এ গোয়ারি করি অনুনয়, প্রভু, ভালো করে তারি। সাদা দিদে বলে, বাপু ! শুনে তার পরে ঔষধি বিচার হবে। শোনে বলি তবে ভেঙ্গে চুরে সব কথা।-জুলিয়েত নামে আছে কপলত-বলি, তাহাতে আমার প্রেমের সঞ্চার গাঢ়, সেও মম প্রতি তেমতি প্রণয়ে মুগ্ধ, প্রস্তুত আমরা পরম্পরে বিবাহ করিতে শাস্ত্রমত । আপনি প্রস্তুত হয়ে করুন সমাধা সেই কাজ-মন্ত্র কটা পড়াইয়া দিয়ে। কখন কোথায় হবে করুন আদেশ । হেন ভাবে সাধিতে হইবে, যেন কেহ ঘূণাক্ষরে জানিতে না পারে সে বারতা। কেমনে কিরূপে কোথা প্রেম পরিচয় পরস্পরে আমাদের–কিরূপে কোথায় হয় সত্য বিনিময়-পরে নিবেদিব শ্ৰীচরণে সমুদায় ; কেবল এখন সম্মত হউন দোহে বান্ধিতে বিবাহে। একি-একি-ও রোমিও—একি বিপৰ্য্যয় !