পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ দৃত ] রোমিও-জুলিয়েত । 8X রোমিও তৈবল । (স্বগত) - অtহ কি সুন্দর – কিবা গঠনপ্রণালী ; উন্নত প্রসস্ত কিবা গৃহ-পরিমাণ ! স্তম্ভগুলি সারি সারি উঠেছে কেমন ? সরল সালের প্রায় ; চিত্রিত বিচিত্র কারুকার্য্যে স্কন্দদেশ কিবা মনোহর । প্রাচীর শরীরে আঁকি মাণিক হীরকে লতা পাতা ফল পুষ্প সুরুচি মুখদ । বাহিরে অন্তর হতে কি শোভা দেখিতে – শূন্তে যেন চিত্রপট ভাসিছে কিরণে ! বিভাবরী কালে চন্দ্রকিরণে যখন ভাসে অট্টালিকা-দেহ, মনে হয় যেন কোনো যক্ষালয় কিম্বা পরি-নিকেতন । তৈবলের প্রবেশ । এ কি ! এ কার গল ? কণ্ঠস্বর গুনে মনে যেন হয় কোনো মস্তাগো-সন্তান ! কে আছিস্ রে, তরবারি এনে দেতো মোর। এতে স্পৰ্দ্ধা এতো তেজ এতই সাহস ছদ্ম বেশে এ পুরীতে করেছে প্রবেশ, আমাদের রীতিনীতি পদ্ধতি ঠেলিয়া ! ‘বাকছল বিদ্রুপ কৌতুক পরিহাস বাসনা মানসে ধরি - মস্তাগোর বংশ যদি কেউ হোস্ তুই- তোর রক্ত দেখিবই আজু,