পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○ রোমিও-জুলিয়েত { প্রথম অঙ্ক ( সুবাস, সুতার, সুভাষ প্রভৃতি পুরস্ত্রী ও দাদিগণের প্রবেশ। ) স্থতার। —ম, এই চলুম।—আয় লো আয় সব আয় । ( অভ্যাগত মহিলাগণের প্রতি ) હ:મો বোন এসো, এসে মা এসো, এসে এসে ন-পাড়ার বে এসে ;-রাঙ্গ খুড়ী কোথায় গো—এসে না ; এই যে এ দিকে পথ । ( ক্রমে সকলে নিষ্ক । ) কপলত-জননীর প্রবেশ । ক-পত্নী। মা, তুমি জুলিকে নিয়ে মেয়ে-বৈঠকে যাও, আমার হাতে এখনো টের কাজ, আমি যেতে পাচ্চিনে –তুমি গিয়ে সব দেখাশোনা অাদর অপেক্ষা করে- যে যেমন, দেখে, মা, কারো যেন ধত্বের ক্রটি হয় ন} । { নিস্ক,স্তি । ) একটা পর্দা পতন ও সেই সঙ্গে অন্য একটা উত্তোলন, ( স্ত্রীলোকদের বৈঠক। তড়িামিনী, নিশিযামিনী সুতার, সোহাগ, সুভাষ প্রভূতি । ) তড়িদামিনী। ও সোহাগ, বলি, বড় বাহার যে - বসন্তা রঙ্গের ওড়না বড় উড়িয়েছ। সে । বটে বটে, আমার ত আর অমন নিটোল চোস্ত ফিটুকট, (Fitcut) জ্যাকেটু নেই,- আর তার বয়েসই বা কই ? আমাদের এখন ওড়না চাদর ঢাকাটুকিই ভালো।