পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এখন ত রোমিও-জুলিয়েত । ృళ్లి যা কুটিল কু-মস্ক্রিনী-দুষ্ট পাপিয়লী, আজ হ’তে তো আমার প্রাণ দুই ফুই । যাই গোঁসায়ের কাছে—তিনি কি বলেন - সব ব্যর্থ হ’লে শেষ মৃত্যু নিজ হাতে। { নিষ্কান্ত ) • ৪র্থ অঙ্ক। ১ম দৃশ্য। গোসায়ের মঠ -কুটার। (গোঁসাই উপবিষ্ট —জুলিয়েতের প্রবেশ।) 弯月 ঠাকুর, সময় হবে কি, না আসবে পরে। গো । না তেমন কাজ হাতে নাই,-কেনে গা মা ! জু। কবাট্ট ভেজিয়ে দিন-ঠাকুর আমায় বিপদে উস্কার করে বাচনি বাচনি । এক আমি বিপদ সাগরে মরি ডুবে । কি উপায় বল প্রভু, নিরুপায় আমি ! সকল ভরসা আশা ক্ষুরায়ে গিয়াছে আপনি চরণে যদি রাখেন এখন । গে। । দুছিতে, তোমার দুঃখ জাগেই জেনেছি, ভাবিয়ে ন পাই খুজে বুদ্ধিতে আমার ১২