পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So বেচু । রে। } বেণু । ८: { রোমিও-জুলিয়েত। [ প্রথম অঙ্ক অয়ি, মনোমরীচিকা সত্যের স্বরূপ । তন্নাম তল্লাম মাত্র-প্রাণের বিদ্রুপ ! অগঠিত আবর্জন মুমূৰ্ত্তি দর্শন ! শশার লঘু কার্পাস, ধূমের জলন। শীতাগ্নি, মুম্বাস্থ্য রুগ্ন, নিদ্রাজাগরণ ! নহে তাহা দৃশু যাহা-অঘট-ঘটন! এই প্রেমে মজে আমি প্রেমিক হয়েছি ? না চাহি সে ছদ্ম ছল কহিনু সঠিকৃ।– হস্চি না যে বড় ? হাসব কি হে, কান্না পাচ্চে । কান্না কেন ? দেখে তোর প্রাণের যাতনা ! বেমুবল, প্রণয়ের দোষই এই জেনে, নিজ প্রাণে সতক্ষণ লুকাইয়ে রয়, ততক্ষণ ভারগ্রস্ত নিজেরই হৃদয় ; সে দুঃখের ভাগী যদি অন্য কেহ হয় চাপের উপরে চাপে-সে খেদ ছড়ায় ! আমার ব্যথায় তুমি ব্যথিত যে হলে, শতগুণ দুঃখ মম বাড়াইয়া দিলে । প্রণয়-ধূয়ার সম শোকের নিশ্বাসে আরো গাঢ়তর হয়,-যুচাও সে শ্বাসে– তখন প্রণয় ধ’রে উজ্জ্বল বরণ প্রণয়ী নয়নে জলে দীপ্ত-হুতাসন।