পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tv রে। । রে। । छू । । রেী { রোমিও-জলিয়েত । [ দ্বিতীয় অঙ্ক তখনি ছিড়িব তায়, কভু যদি লিখি। সত্য বলে কোন পথে এসেছ এখানে ? এসেছ বা কি মানলে ? উদ্যান প্রাচীর অতি উচ্চ, তুচ্ছ নহে, কিরূপে লঙ্ঘিলে ? এ স্থান সঙ্কটপূর্ণ একান্ত তোমার, হেথা কেন এলে ? জাতি মম কেল্লাহ দেখে যদি, সৰ্ব্বনাশ হইবে এখনি । প্রণয় পাথার ভরে লঙ্ঘেছি প্রাচীর, পাষাণ প্রাচীরে প্রেম রোধিতে কি পারে ? অসাধ্য প্রেমের নাই, সংকল্প সাধনে বিপদে না করে ভয়, ন ডরে শমনে,— তোমার স্বজনে বাধা কি দিবে আমায় ! কেনে হেথা এলে, হায়, তারা যদি কেহ দেখে তবে এখনি যে পরাণে বধিবে! তার চেয়ে শত গুণ বিপদ, মুনারি, অপাঙ্গলছরে তব ; বিংশতি কৃপাণ তাহাদের করে নহে তত বিস্ত্রকর, যে অনিষ্ট ধনি, তব কটাক্ষের বিষে । এক বিন্দু সুধা, হায়, ক্ষরে যদি তায়, তাহাদের সে শক্রতা মনেও না গণি। হে ভগবান যেন এখানে ড হাকে কেহই না দেখে তারা—ন আসে নিকটে ! রজনীর অন্ধকার ঢেকেছে আমায় সে সবার দৃষ্টি হতে। কিন্তু তাহদের