পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

! e फूभिको । বিবাহের কথা অবগত করিয়া, সে বিবাহে তাহাদিগকে সম্মত করাইবেন । শেষে, রাজার আদেশ লইয়া তাহাদিগকে দেশে ফিরাইয়ু আনিবেন। জুলিয়েত সেই উপদেশ অনুসারে কার্য্য করে । কিন্তু দৈবগতিকে ফ্রাইয়ার লরেন্সের পত্র রোমিওর হস্তগত না হওয়ার, এবং রোমিওর চাকর তাহাকে জুলিয়েতের মৃত্যু সংবাদু দেওয়ায়, তিনি মাঞ্ছা হইতে অতি সম্বর আদিয়া দেখেন, যে সত্যই জুলিয়েত মৃত ও কবরস্থ । দেখিবা মাত্র রোমিও তৎক্ষণাৎ বিধ ভক্ষণে প্রাণত্যাগ করেন। এদিকে মৃচ্ছা ভঙ্গে জুলিতেও, রোমিওকে মৃত দেখিয়া আত্মঘাতিনী হইয়া প্রাণত্যাগ করে। বৃদ্ধ ক্যাপিউলেত ও মন্তুগিউ, কন্যা ও পুত্রের, ভয়ানক শোকাবহ মৃত্যু-দৃষ্ঠে স্তম্ভিত, পরে চৈতন্য প্রাপ্ত হইয়া, আপনাপন কুলপরম্পরাগত বৈরনির্যাতন ও দ্বেষ হিংসাদি একেবারে বিসর্জন দিয়া, পরস্পরে সৌহার্দ্যে মিলিত হইয়া জীবনের শেষ ভাগ অতিবাহিত করেন । ইহাই এই উপাখ্যানের স্থল কথা। বলা বাহুল্য, যে গোরস্থানের দৃশুটির পরিবর্ক্সে শ্বশানের দৃগু সন্নিবেশিত করিতে হইয়াছে। আর আর যাহা কিছু অদল বদল করা হইয়াছে, তাহ পুস্তক পাঠেই প্রকাশ পাইবে, সবিস্তারে বলিবার প্রয়োজন নাই। এই পুস্তক কিয়দূৰ ছাপা হইতে না হইতে, আমি বিষম রোগে অক্রিান্ত হইয়া পড়ি, এখনো সুস্থ হইতে পারি নাই । সুতরাং গ্রাফ অনেকাংশই দেখিতে পারি নাই, তজ্জন্ত অনেক श्लशे छून जछि द्रश्यि ८१ॉल । आफू ८झक्षिदांद्र नभग्न यांश পরিবর্তন করিবার ইচ্ছা ছিল, তাছাও করিতে পারিলাম না । খিদিরপুর বাং ১৮ই ফাল্গুণ ১৩০১ সাল। } শ্ৰীহেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ইং ১লা মার্চ ১৮৯৫ সাল ।