পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8 রে" | 〔弹日 রোমিও-জলিয়েত । [ দ্বিতীয় অঙ্ক উৎকৃষ্ট গুণবিশিষ্ট, অধিকই তাহার। একবারে গুণহীন কেহ নহে তার । অtহ, শক্তিময় হেন কতই ধরায় লতা গুল্ম প্রস্তর গণনে নাহি যায় ! গুণহীন হেন কিছু নাহি ভূমণ্ডলে কোনো উপকারে নাহি আসে কোনো কালে, এমন উত্তমও কিছু নাহি বসুধায় অপব্যবহারে মন্দ যাহে না ঘটায়। অযথা সংযোগে পুণ্য পাপে পরিণত, কার্য্যের গতিকে পাপ কভু পুণ্য মত ! এই যে দুৰ্ব্বল লতা, বন্ধলে ইহার বিষও আছে গুণও আছে রোগনাশকর, এই থানে ভ্রাণ এর করিলে গ্রহণ শরীর প্রফুল্ল হয়—হেথা আশ্বাদন করে যদি ; ইন্দ্রিয়াদি বিলুপ্ত তখন ! মনুষ্যশরীরই হোকৃ—অথবা ওষধি দুই শক্তি ধরে তায়—এ ওর বিরোধী ! শুভাশুভ দুই শক্তি জগতী মগুলে, দুই দ্বন্দ্বকারী নৃপ, যথা যুদ্ধস্থলে । যেখানে অশুভ ভাগ অধিক প্রমাণ মৃত্যুকীট ততো শীঘ্র নাশে তার প্রাণ! রোমিওর প্রবেশ । ঠাকুর, প্রাতঃ প্রণাম । জুয়োস্তু-কল্যাণ ।