পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় দৃত । রোমিও-জুলিয়েত । $89 হাসি ঘোর অট্টহাস বিকট চীৎকার জীবিতে পাইলে করে কত বিভীষিক, কেহ যদি বাধা দেয় তাদের ক্রীড়ায় জীবন্ত ধরিয়ে তারে দশনে চিবায় ! কেমনে শুনিব এক সেখানে পড়িয়া, সে অট্ট বিকট হাসি, ক্ৰন্দনের রোল শ্রবণ মাত্ৰেতে নরে হৃৎকম্প যায়, কিম্বা মূৰ্চ্ছাপাত কিম্ব মৃত্যু অকস্মাং ! তিন দিন মাত্ৰ হ’ল মরেছে তৈবল, . প্রেতত্ব ঘোচেনি আজো তার, সে যদি আসিয়া কাছে সন্মুখে দাড়ায় রুধিরাক্ত ক্ষতস্থানে অঙ্গুলি ছুয়ায়ে, কিম্ব অস্থিখও তুলি ক্রোধে হানে শিরে প্রচগু মুদগর তুল্য, কে বাচাবে তবে ! . আই যে নেহরি আই প্রচণ্ড আভায় জলে তার আঁথিদ্বয় --করে অন্বেষণ ছুটে ছুটে চারি দিকে বিপক্ষেরে তার -- দাড়াও তৈবল, ভাই, দাড়াও দাড়াও দাড়াও রোমিও, আমি এই একু বলে,— তোমারই উদ্দেশে পান করি এ গরল! { অীরক পান এবং শয্যায় পতন )