পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পৃষ্ঠ ] রোমিও-জুলিয়েত । ధరీ ६tशे । मूळू वां6ीं शङ (७) अश्कि । कङ हेछ् করি ভুলিবারে, হায়, কিন্তু পারি কই ? মোছে না সে প্রাণ হ’তে, মোছে না রে যথ: পাপীর হৃদয় হতে দুস্কৃতির স্মৃতি । “তৈবল মরেছে আর রোমিও নিৰ্ব্বাসে ”— অই শব্দ অই নিৰ্ব্বাসন” শব্দ, হায়, ধাজিল এতই প্রাণে-সহস্র তৈবল মরিলেও, সে স্বেদন হ’তো না মরমে। তৈবলের মৃত্যু বার্তা শুধুই প্রচুর, অন্ত বাৰ্ত্তী সঙ্গে নাছি ছিল প্রয়োজন ; অথবা দুরন্তু দুঃখ ভালবাসে সদা আসিতে লইয়া সঙ্গী ; নতুবা কি হেতু পিতা কিম্বা মাতা, কিম্বা পিতা মাত দুই, মৃত্যুর-কবল গ্রস্ত কেন না শুনিয় ; - সে দুঃখও, হায়, ঘুচিত আক্ষেপ খেদে না শুনিতাম যদি ঐ নিদারুণ কথাঅই বাক্য "নিৰ্ব্বাসন”—একাই উহাতে পিতা মাতা-তৈবল-রোমিও জুলিয়েতসবারই মরণ, হায়, এক স্বত্রে গাথ! কতই যে শোক তায়, পরিমাণ তার- • গভীরতা-বিস্তারতা~~দৈর্ঘ্য-ব্যাপকতাউপঞ্জে না মনে মাপ সংখ্যা কি ওজনে! ধাই, বাবা কোথা—ম কোথা ? তৈবলের শব যেথা