পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় দৃপ্ত ) রোমিও-জুলিয়েত। $心9 বল্লভ। উনি কি মন্দই বলচেন, রাতটে আজ হেথা 爆 খাওয়া দাওয়া করে শুয়ে থাকৃলেই তো হ’তো, সকালেই গোঁসায়ের সঙ্গে হতো দেখা। . সন্ধের পর মড়া শ্মশান মাড়িয়ে যেতে হবেও বাবা! তা আমার কৰ্ম্ম নয়, আমি পারবে না। রে। কেনো, কি হয়েছে সন্ধ্যের পর ? বল্ল। সে হ’লো পবিন্তির ঠাই উপদেবতার বাস সেখানে সন্ধের পর কাউকে যেতে নাই । পেরেক্ত যোনী-ভূত যোনি-ধোনি বেন্মোদৰ্ত্তি— শাকচিন্নি কন্ধকাটা কতো কি সেখানে— রেতের বেলা-বাপূরে বাপ সেখানে কেউ যায় ? দিনের বেলা যেতেই যার পেরাণ বেরিয়ে যায়। না মশাই-আমি পারবে না। 象 রো। তবে তোর, মস্ত মস্ত দুটো পা-মস্ত দুটো হাত ধড় টা যেন গাছের গুড়ি—বুক্‌থান আগোড়, কি জন্তে এ সব তোর ! থাকেন তারা থাকৃলেন বা ভয় কি তাতে এতে । তাদের হাত পাও নেই, ধড়টাও নেই ; ফুয়ের মত গা, চথেও দেখা যায়ু না তাদের–কিসের তবে ভয় ? বল্লভ । ঐ তো মোশয়, ঐ তো আরো বেশী ভয়ের কথা, দেখতে যদি পেতুম আর চলতে হুড়োহুড়ি তা হলেও বা কথা ছিল। তাতো নয় কে,কোথাও নেই ঝড়ের মোতো ঝাপটা মেরে, ঘাড়ের ওপর প’ড়ে । সাম্নের মুখ ঘুরিয়ে এনে, এক্ট মোচড় দিলে