পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ম-বয়ন্ত । বে । মন্ত্রাগে । রোমিও-জুলিয়েন্ত । ( প্রথম অঙ্ক হেনকালে স্বয়ং ভূপতি আসি সেথা निदाद्विग्नां निश छुन्द्री छू'ङांt* उॉन्निप्रां । রোমিও কোথায় ?--তারে ত দেখিনে হেথা, ভালই করেছে সে এ দ্বন্দ্বে নাহি থাকি । হে অাৰ্য্য, জগতসেবা সবিতা যখন, অতীব প্রত্যুষে আজ, পূৰ্ব্বাসার কোলে, সুবর্ণের বাতায়ন খুলি আপনার আড়ে নিরখিতেছিল। জগতের পানে, দণ্ড দুই তারো অাগে, মনের অমুখে, উঠে গিয়াছিনু আজ ভ্ৰমিতে বাহিরে, নগরের উপপ্রান্তে পশ্চিম প্রসরে, বেথ উড়ম্বর বৃক্ষরাজি মনোলোভ বিরাজিত কুঞ্জরূপে। ভ্ৰমিতে ভ্ৰমিতে হেরি অকস্মাং সেথা এক রোমিওরে। দেখে তার নিকটে চলি , অমনি সে,— সতর্ক আছিল যেন, অতি দ্রুতগতি লুকাইল গুল্ম অন্তরালে । হেরি তাহা, অনুসার আর তার না করি তখন । নিজ মনোভাবে বুঝি চিত্তগতি তার, নিভৃতে ব্যাপৃত ছিল প্রাণের চিন্তায়। চলিলাম অন্যদিকে, তিনিও তখন স্বইচ্ছায় গেলা চলি অন্ত কোনো পথে । আরো অন্য বহু দিন এরূপে প্রভাতে অনেকে দেখেছে তারে ভ্ৰমিতে সেথায়,