পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bro ধাই । ५fझे ! রোমিও-জুলিয়েত । [ দ্বিতীয় অঙ্ক আরে বাপূরে কি ধিঙ্গি মেয়ে ?—পরিস্থ নে কি একটু আর সবুর কত্তে ?-ছাপিয়ে মচ্চি আমি! ছাপিয়ে মক্ষো কই ? ঐ যে অত কথা ব’ম্লে এতক্ষী--কই ইপিাওনিত তায় । বিলম্বের বাহানায় যাচ্চে যে সময় আসল বেওরাট আগে কবে বলা হ’তো !— ভাল কি মন্দ, নিদেন কথা একটা বল। তাতেই সস্তুষ্ট হব, পশ্চাৎ না হয় বাখান শুনিব তার -এখন আমায় থালি বল মন্দ কিম্ব ভাল সে খপত্র। তবে বলি-তোমার পছন্দ ভাল নয়,— পুরুষ পছন্দ কত্ত্বে কবে জানো তুমি ?— রোমিও-ও-কি(ই)বা সে রূপ! কি(ই)বা চেহারা! মুখটি সবার চেয়ে ভাল বটে মানি ; প। দুখানি তেমনি আবার মস্ত সবার চেয়ে ! হাতদুটো পা’রচেটো কারো কাছে লাগে না ! শিষ্টাচার—তাও ত সেরা সবার চেয়ে নয় । কোন্‌থাল্টা প্রশংসার যোগ্য আছে তার – তবে ধীর-নম্র একটি গো-বেচার বটে। আমার যদি কথা শোনো, ও সব ছেড়ে দিয়ে ধৰ্ম্ম কষ্মে মতি দেও ;–পেটে কিছু দিয়েছ ? नां, थtट्रे नि । ত৷ এ সব ত জানা কথা-নূতন আর কি ? বিয়ের কথা কি ব'ল্পেন-সেইটে বল দেখি।