পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫২ গো | রোমিও-জুলিয়েত। (চতুর্থ অঙ্ক মাথামুণ্ডু জিজ্ঞাস কি ?--বিষপান ক’রে - প্রাণ-ত্যাগ করেছে সে অাপনা আপনি ! কোথা বিষ পেলে, তারে কেই বা দিলে এনে ? অদৃষ্টের ফের সব। কি হ’বে ভাবিলে। এ সব এখানে আর কেন ? নিয়ে যাও নিয়ে যাও—শীঘ্র কর দৃষ্টির বাহির । নিয়ে যাও--নিয়ে যাও -এখনি তফাৎ করে সব { ( আগন্তক ভূত্যের দ্রব্যাদি লইয়। নিষ্কান্ত ।) ছি ছি এতো অধীরতা কেন ? স্থির হও ; এই কন্ঠাটতে দ্যাথো, ঈশ্বর-তোমার দু’জনেরই অংশ ছিল ; এখন ঈশ্বর একাই নিলেন তারে—সৌভাগ্য সে তার। তোমার যা ছিল অংশ-ন পারিতে তায় রক্ষিন্তে কালের হস্ত হ’তে, এবে ভগবান রাখিবেন চিরকাল নিজধামে তারে । তোমার আকাঙ্ক্ষ সীম। পার্থিব বৈভবে বিভূষিত করিবারে দুহিতারে তব,— সেই স্বর্গ তোমার—না জানো অন্ত আর । কি হেতু ক্ৰন্দন তবে, গিয়াছে সে যবে ষে স্বৰ্গ আকাশ-উদ্ধে সেই স্বৰ্গবাসে ? এ যদি হে স্নেহ তব তনয়ার প্রতি, অস্নেহ তবে কি আর ঐ মুস্থ হেরি তারে - ছুটিতেছ। জ্ঞানশূন্ত উন্মাদের প্রায় ।