পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বতীয় হৈ ] রোমিও-জুলিয়েত। } রেী { গে| | রে; } (牙再 সে{ { কে হে প্রাতে এ মুমিষ্ট ভাষায় আমায় করে হেন সম্ভাষণ ! হবে বুঝি তবে কোনো যুব-পুরুষ বা দুশ্চিন্তা প্রভাবে কাটায়েছে নিশাকাল কষ্ট্রের নিদ্রায় ! চিন্তাঞ্জরা, বুদ্ধের নিকটে নাহি যায় মুনিদ্রা—চিন্তায় হেরে অস্তরে পলায় ; অক্ষত পরাণ পেলে তরুণ যুদ্ৰায় কোলে ক’রে সোণার পালঙ্কে রথে তায় । তাই ভাবি দগ্ধচিত্ত যুবা কেহ এই ত্যজিয়াছে শয্যা ভোর ফুটিয়াছে যেই ; তা যদি না হয় তবে রোমিও নিশ্চয় জেগে কাটায়েছে নিশি না ছোয় শয্যায় । শেষ অনুমানই সত্য, সত্যও ইহাইগত নিশি জাগরণে আরো তৃপ্তি পাই । নারায়ণ !—নারায়ণ ঘুচান তোমার রজনীর সে পাতক-ছিলে কার কাছে ? পাপিয়সী রঙ্গিনীর ?-- রঙ্গিনী ?—না গোসাই, সে নাম ভূলেচি আমি, দুঃখ থালি তায় । উত্তম করেছ বাপু,—তবে ছিলে কোথ14 জিজ্ঞাপিতে হবে নাক বলচি সব কথা - বিপক্ষ ভবনে কাণ প্রমোদভোজন, গিয়াছিমু সেইখানে, সেথা কোনো জন মাধাত করেছে মোরে, আমিও তাtহরে