পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

어8 রোমিও-জুলিয়েত । [ দ্বিতীয় অঙ্ক মর। হ্যা, তাই বটে। রো কি হে, আবার কি তাগুচে ? মর' না, এমন কিছু নয়। বলি বাড়ী যাবে ? অাম্রা আজ তোমাদের বাড়ীতেই মধ্যাহ করবো । • রো। এগোওঁ—আমি পেচু পেচু যাচ্চি। . মর। ভুড়ে গিরি,—এখন তবে আসি (নাকি মুরে গান কত্তে কন্তে ভুড়ে গিন্নি এথোন তবে আসি ইত্যাদি । ) (মরকেশ ও বেলুবল, উভয়ে নিষ্কান্ত । ) ধাই । যাও, যমের বাড়ী যাও।-এ ড্যাগুরা কে গা ? মনসে তো বড় ফচুকে । রে। । ওগো উনি একজম বড় সদাগরের ছেলে।—ওঁর নিজের গলার মুর উনি নিজে শুনতে এতে ভালবাসেন-ঘে উনি থাকৃতে আর কাকেও কথা কইতে হয় না। ধাই। ও লোকূট। যদি আমার বিরুদ্ধে কোনো কথা বলতে তে দেখতে পেতো—আমি কি নাকাল ক’রে ওকে ছেড়ে দিতুম -পোড়ার মুখো, নচ্ছার-আঁটুকুড়ো—আমাকে একজন রাস্তার গপ্তানি পেলে কিনা ?—আমার সঙ্গে ওর কিসের সম্পঙ্ক বলোতে । ( ভূতোর বাপের প্রতি) আৰু ভূতোর বাপু, তোরই বা কি আক্কেল, মিনসে মামাকে যা ইচ্ছে তাই ব’লে গেলে, জার তুই কাপড়ে হেগোর মতন চুপ্‌টা ক’রে দাড়িয়ে রইলি ? ভূঃ বা কই--তোমাকে কি ক’রে গ্যালো, তা ত আমি কিছু দেখিনি -তা যদি দেখতুম, তবে কি আর হেতের থান খাপ থেকে বেরুতো না ? যখন যেমন দেখবে, তখন তেমন