পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮২ ক { রঞ্জি । भशृॉ:$ ! রোমিও-জুলিয়েত পঞ্চম অঙ্ক ও মুন্দরী জুলিয়ে,—এইরূপে দোহে হেথা একত্রে কালের কোলে করেছে শয়ন ! একি ! এঘটনা অতি বিস্ময়জনক— ঘোর রহস্ত পূরিত —তবে না থাইয়া বিষ, কপলত কন্যা ত্যজে প্রাণ ?—একি কপলত ? মহারাজ, আমার (৪) বিলম্ব নাই –অংহেt বেঁচেছে গৃহিণী মম, দেখিতে হ’লে ন৷ চক্ষে তায়, একাই দেখি আমি, এই নিদারুণ বিষম ঘটনা। গত নিশি গিয়াছে সে পৃথিবী ছাড়িয় । কিন্তু হায় ! এ জীর্ণ পরাণে, প্রভু, কতো সবে অার ! মন্তাগো, তুমি কিহে এই দেখিবারে উঠেছ প্রত্যুষে এতো আজ ? দেখো অই একমাত্র পুত্র আর বংশধর তব উদয় না হ’তে হ’তে হলো অস্তগত । মহারাজ, নিৰ্ব্বাসিত পুত্ৰশোকে, গত রজনীতে গৃহিনী অামার (ও। ত্যজে প্রাণ ! আবার প্রভাতে এই দৃশু দেখি, পুনঃ । বাৰ্দ্ধক্যের তাপ শোক, বুঝি আর বাকি না রহিল কিছু মম—এ বুদ্ধ বয়সে। . হা রোমিও, কালের রীতি কি এ রে বাপু, পুত্র আচরণ গেলি ভুলে, বৃদ্ধ বাপে রেখে আপনি চলিয়া গেলি অাগে ?