পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి" জু। ধাত্রী। জু। ५! } 弯1 রোমিও-জুলিয়েত । [ তৃতীয় অঙ্ক এ দিবা কি ফুরাবে না -বালকের যথা পৰ্ব্বাহের পূৰ্ব্ব নিশি ফুরায় না আর— আছে যার পরিবার নব বাস ভূষা (পরিধান করুক বা-না) এ দিবসও তেমতি আমার –আই আস্চে ধাই মা ! সম্বাদ আছেই কিছু ; শুধু যদি তার নাম করে উচ্চারণ, তৃষিত-শ্রবণে সে বাণীও অতুলনা দেবের ভূবনে । [ দড়ীর সিড়ী লইয়া ধাত্রীর প্রবেশ। ] ধাই মা, খপর কি গা-ও কি তোর হাতে ? আনিতে যে রজ্জ্ব আরোহণ আজ্ঞা দিলা, তাই বুঝি ? হ্যা-হঁ্যা-তাই । ( ভূমিতে নিক্ষেপ ) ওগো, কি খপর,—হঁ্যা গা ? অমন করে তুই বসে পড়লি যে ? হায় হায় কি সৰ্ব্বনাশ!--বেঁচে নেই আর ? ( মুখে কপালে চাপড়ানো) বেঁচে নেই-বেঁচে নেই—বেঁচে নেই-আর ? ওম, অামাদের কি হ’লে মা-কি হবে মা কোথা যাবে! গা ? হা কপাল-হা অষ্টে-প্রাণে মারা গেল ! . छशदान, मिमांक्र१ श्रुन कि 4ङ ?