পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'8 ক পত্নী । 驳1 ক-পত্নী । রোমিও-জুলিয়েত তৃতীয় অঙ্ক শোনো বলি, তোমার কারণ সদা সতত চিন্তিত পিতা তব, তাই তিনি বুঢ়াতে তোমার দারুণ এ মনস্তাপ, আনন্দের দিন এক করেছেন স্থির, যা তুমি কখনও আশাও করে নি, আর আমিও ভাবিনি। এমন হর্ষের দিন কি, মা, তা বলে না ; মা তোমার পায়ে পড়ি, বলে না কি দিন ? ওগো এই বুহম্পতিবারে বিয়ে তোর । সন্ত্রাস্ত সংকুলজাত সৰ্ব্বগুণধর, রাজার আত্মীয় আর সাহসী শ্ৰীমান্‌ পরিশ পুরুষ ধীর মহা ধনবান পরিণেতা হবে তোর হয়েছে মুস্থির ; বড় সুখী হবি মা তুই ! হা কৃষ্ণ, হা দেব ! এই আহিলাদের দিন । কখনো তো এতে হব না গো সুখী অামি । এতে তাড়াতাড়িকথাবাৰ্ত্ত হ’ল না,--হ’ল না দেখাদেখি ফুজনায় আমাদের, হঠাৎ অমনি বিবাহের দিন স্থির-এ কি কথা হঁ্যা মা ? মা তুমি বাবাকে বলে এ বিয়ে করবে না, কোনো বে-ই এখন করব না’ মা, আমি । পরে যদি কখনও ইহার পরে করি, বরং মে রোমিওকে বিবাহ করিব,