পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R রোমিও-জুলিয়েত। প্রথম মন্ত্র গি । চলিবে ?—না নিজে চলবে। শ। দেখিস দেখিস্—তেতেচি কি, মেরে বসেচি। গি। বসেচে বটে,--বস্তেই ত দেখি, তাততে ত বড় দেখিনে। ; - শ। মস্তাগোর গুষ্টীর একটা বেরাল দেখলেও আমার গাট রগ্রগ ক’রে ওঠে, থির হয়ে আর দাড়াতে পারি নি। গি। তবে কি দৌড় দিস না কি ?—থির হয়ে দাড়িয়ে থাকাই ত মরদের কাজ –বড় বড় জাদরেল টারেলদের কাজই ত থির হয়ে সঙ্কলের পেছনে নাকে দূৰ্বপিন লাগিয়ে দাড়িয়ে থাকা —তারা কি হেতের ছোয় ? শ। যা শাল,—তুই কোনো কাজেরই নোস, কেবল ভয়েই মরিস্থ। গি। বুলি, ঝকৃড়া ত আমাদের মনিবে মনিবে,—তা আমাদের কি এতো মাথাব্যথ্য ? আমরা চাকর বই ত নই। শ। ও কিরে—ও কি কথা ? দেখিস্ এবার, আমি কেমন পড়িবাজু-মেয়ে মদ ছেলে, এবার আর কারো মাথা থাকবে না –হেতের খোল, ঐ দেখু মস্তাগোর দলের দু’জন লোক আস্চে । গি। আমার হেতের তো খোলাই আছে, তা আগুবাড়িয়ে যা না—বাকড় বাধা গে ন-আমি তোর দোসর হব—এখন। শ। ০ ও গিরে,—পালাচ্চিস না কি-ফিরে দাড়ালি যে ? গি। ভয় কি ? কোনো ভয় নেই বাবা,-আমার জন্তে তোকে ভাতে হবে নে। শ। ভাবনা তো তোরই জন্তে রে।