পাতা:রোমিও-জুলিয়েত - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়.pdf/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

షి রোমিও-জুলিয়েত l [ তৃতীয় অঙ্ক হইতে কলঙ্কভাগী জন্ম নয় তার। সে ললাট সিংহাসনে প্রকৃতি আপনি অভিষেক করেছে স্বয়ং মর্য্যাদায় সম্রাট্‌ করিয়া মহীতলে! আমি তায় ভৎসনা করিমু ! ওগো করে কি—যে, ভাইকে তোমার প্রাণে মেরে কল্পে খুন তারই গাচ্চে গুণ ? গা’ব না পতির গুণ,—গা’ব তবে কার ? করিব কি পতিনিন্দ ?-হা জীবিতেশ্বর, কে এবে তোমার নাম উচ্চারিবে মুখে মধুমাখা রসনায়, আমিই যখন এতো নিন্দ করি তব, পূরেনি এখন (ও) পূর্ণ তিন ঘণ্টা কাল, বরিন্তু তোমায়! দুৰ্ব্বত্ত আমার ভাই মারিতে উদ্যত তাই সে মারিলে তুমি তারে নিজ হাতে। স্বারে ও নিৰ্ব্বোধ অশ্রু নেত্ৰ হ’তে ফিরে আদি উৎস তোদের যেখানে । এসেছিলি ভুলে কর দিতে আনন্দেরে, সে এখন নহে রে তোদের রাজা-তোদের ভূপতি এবে খেদ । জীবিত অামার যিনি পতি, তৈবল বধিত র্যারে, নিহত তৈবল পতি-হস্ত হ’তো যেই ; মুথের এ বটে ! কিন্তু হয়ে শকা এক পশিল শ্রবণে সেই ক্ষণে প্রাণে ব্যথা এত পাই তায়